খোলামেলা হতে কিংবা বিকিনি পড়তে আপত্তি নেই: জানভি কাপুর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর সম্প্রতি ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে। এতে জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

ভারতের প্রায় দুই হাজার হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ভালো হয়েছে। দুই দিনে সিনেমাটি মোট আয় করেছে ১৯.৭৫ কোটি করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।
Read Our More News
ছবিটি মুক্তির পরই লাইমলাইটে চলে এসেছেন জানভির। ছবিতে ভালো অভিনয়ের পাশাপাশি খোলামেলা রুপেও দেখা গেছে জানভিকে। আর সম্প্রতি একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জানভি বলেছেন, খোলামেলা হতে কিংবা বিকিনি পড়তে আপত্তি নেই। কিন্তু সেটা চরিত্র ও গল্পের সঙ্গে যেতে হবে। চরিত্রকে ফুটিয়ে তুলতে সব কিছু করতেই আমি রাজি আছি। নিজেকে একজন প্রফেশনাল ভালো অভিনেত্রী হিসেবে সামনে দেখতে চাই। এটা আমার মায়েরও স্বপ্ন ছিলো। বাবাও এমন স্বপ্ন দেখেন আমাকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *