ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভার্নির গোলে এগিয়ে গেল ফ্রান্স। প্রথমার্ধের ৪০ মিনিটে ভার্নির হেড দিয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন বার্নি। অ্যান্থনিও গ্রিজম্যানের বাড়ানো বলে হেড দিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
Read More News
প্রথমার্ধের শেষ পর্যন্ত দুই দলের স্কোর ফ্রান্স ১- উরুগুয়ে ০। বিশ্বকাপের এখন পর্যন্ত তিন গোল করেছেন বার্নি। যার দুটিতেই সহায়তা করেছেন গ্রিজম্যান।