ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করেছেন।
মেয়ে ও জামাইয়ের জন্য দোয়া চেয়ে ডিপজল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার মেয়ের অনুষ্ঠানে এসে এবং ফোন করে যারা দোয়া করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমার মেয়ে এবং জামাতা যেন সুস্থ সুন্দর একটি জীবন পরিচালনা করতে পারে।
Read More News
ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে ডিপজল কন্যা ওলিজার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে হয় গায়েহলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা নায়ক ফারুক, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহিন সুমন, অঞ্জনা, নাদের খান, জায়েদ খান, বাপ্পী, শাবনূরসহ অনেকেই।
বিয়ে বিষয়ে ডিপজল জানান, ‘পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ করেছি। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।’
উল্লেখ্য, ডিপজলকন্যা ওলিজা লন্ডনের ডিএফএমএ মেকআপ একাডেমিতে পার্টটাইম শিক্ষক হিসেবে কাজ করছেন। বাংলাদেশে ২০১৭ সালে বাবা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন তিনি। কিন্তু কিছুদিন শুটিং করার পর ব্যস্ততার কারণে ছবির কাজ শেষ করতে পারেননি তিনি।