দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার গোলমুখে মুহূর্মুহু আক্রমণ। কিন্তু দুর্ভাগ্য জার্মানির। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।
খেলার ইনজুরি সময়ে ২ গোল হজম করে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। দ্বিতীয় মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন কিম ইয়ং-গোন এবং ষষ্ঠ মিনিটে সন হিউং মিন গোল করে জার্মানির স্বপ্নভেঙে দেন।
Read More News
২০০২ বিশ্বকাপে ফ্রান্সের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে প্রথম দেশ হিসেবে বাদ পড়ল জার্মানি।