ঈদে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে পোড়ামন-২ সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহের শেষে জানা গেল কয়েকটি হল রিপোর্ট। মাত্র ৭ দিনের মাথায় সিনেমাটি আয় করে প্রায় কোটি টাকা। দেশের ২২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর পরই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নতুন জুটির এই সিনেমাকে সবাই সাদরে গ্রহণ করে।
বাংলাদেশের সিনেমায় যখন দর্শক বিমুখ। তখন পোড়ামন-২ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দ্বিতীয় সপ্তাহেও বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।
Read More News
সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারাসহ আরও অনেকে।