গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের আরো জানান, ৩০ জুন দ্বিতীয় এবং ৭ জুলাই তৃতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
Read More News
ওবায়দুল কাদের বলেন, ‘অনেক প্রতিক্ষীত, প্রত্যাশিত গাজীপুরের সিটি নির্বাচন আগামীকাল। এত বড় একটা সিটি করপোরেশ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু এখনও কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।’
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার ইসিকে সহযোগিতা করছে জানিয়ে এই মন্ত্রী বলেন, “সরকার ফেসিলেটেট করছে, কোনো প্রকার ইন্টারফেয়ারেন্স করছে না।
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘সরকার গাজীপুর নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না। সংবিধানের যেটা নিয়ম তা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।’