বিশ্বকাপের এ উন্মাদনা থেকে বাদ যাননি ঢালিউড কুইন অপু বিশ্বাসও। নিজের সঙ্গী করেছেন ছেলে আব্রাম খান জয়কেও। ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে ছেলেসহ জার্সি পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
ব্রাজিল ও তার বাইরে শত কোটি ভক্তের জন্য বড় আশার জোগান দিয়ে মাঠে হলুদ ঢেউ তুলেন যিনি, সেই নেইমারের ভক্ত হিসেবে নিজে ও ছেলেকে পরিচয় করিয়েছেন অপু। তাই ব্রাজিল দলের নেইমারের ১০ নম্বর জার্সি পরে ছেলেকে নিয়ে ছবি তোলেন তিনি।
Read More News
প্রায় ১১ ঘন্টা আগে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন সময়ের আলোচিত এ নায়িকা। এরপর থেকেই তার দর্শক-ভক্তরা কমেন্টের ঘরে গিয়ে ব্রাজিল ও অপুকে সমর্থন জানান ও দল নিয়ে নানা ধরনের ইতিবাচক মন্তব্য করেন।