বলিউডে আলোচিত বিষয় হলিউড সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন। ইয়োটে চেপে নিক-প্রিয়াঙ্কার সমুদ্রবিলাস, একসঙ্গে খেলা দেখা সবকিছুই হাওয়া দিয়েছে নিক-প্রিয়াঙ্কার গুঞ্জনের পালে। এমনকি নিকের কাজিনের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার অংশগ্রহণ ও পরিবারের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎও করেছেন প্রিয়াঙ্কা।
গতকাল রাতে নিক-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে। প্রতিবারই যুক্তরাষ্ট্র থেকে ফিরলে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেন প্রিয়াঙ্কা।
Read More News
তবে এবার সে সুযোগ দেননি তিনি। গাড়ি থেকেই নামতে দেখা যায়নি তাঁকে। এ ছাড়া গাড়িতে লাগানো ছিল সাদা রঙের ঘোলাটে কাচ, যাতে বাইরে থেকে কিছুই স্পষ্ট বোঝা না যায়। গাড়িতে করে দ্রুত বিমানবন্দর ছেড়ে চলে যান নিক-প্রিয়াঙ্কা। পরে প্রিয়াঙ্কার জুহুতে অবস্থিত বাসায় দেখা যায় দুজনকে। গুঞ্জন রয়েছে, প্রিয়াঙ্কার মুম্বাইয়ের ভারসোবার নতুন বাংলোয় একটি পার্টিতে অংশ নেবেন নিক। সেখানে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে।