বেতন স্কেল বাড়বে বাংলাদেশ নারী দলের

বাংলাদেশ পুরুষ দলের বেতন-ভাতা বা বোনাসের সঙ্গে যদি তুলনা করা হয় বাংলাদেশ নারী দলের, তবে নারী দল সেখানে নেই পুরুষ দলের ধারে কাছেও।

ঘরোয়া ক্রিকেটে পুরুষরা যেখানে প্রতি ম্যাচে পায় ৪০ হাজার টাকা, সেখানে নারী দল পায় মাত্র ৬০০ টাকা! আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে নারীদের টাকা বাড়ছে ঠিকই, তবে পার্থক্যটা কমছেনা একটুও। ছেলেদের টাকার অঙ্কটা যেখানে এক লক্ষের কাছাকাছি, মেয়েরা পাচ্ছে ৮০০০ টাকা মাত্র!
Read More News

শিরোপা নিয়ে দেশে ফেরার দুই ঘন্টার মধ্যেই বিমানবন্দর থেকে সোজা সালমারা হাজির আজ রোববার হয়েছিলেন রাজধানীর এক হোটেলে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী দলকে শুভেচ্ছা জানাতে আয়োজন করেছিল এক সংবর্ধনার। দুই কোটি টাকার পুরস্কারের ঘোষণাটাও এখানেই শুনেছেন সালমারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক সালমা খাতুন কথা বলেছিলেন সংবর্ধনা অনুষ্ঠান শেষে। নিজেদের কাজ নিজেরা পালন করেছেন অক্ষরে-অক্ষরে, এবার বাকিটা সালমা ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর, ‘যেহেতু আমরা ভালো করেছি তাই বোর্ড অবশ্যই আমাদের জন্য চিন্তা করবে। স্যার (নাজমুল হাসান পাপন) তো আমাদের বলেছেনই নতুন বেতন স্কেলের কথা। আমাদের কিছু বলার নেই এ ব্যাপারে। যা সিদ্ধান্ত নেওয়ার বোর্ডই নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *