শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

আজ সোমবার দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে চারদিক থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় যানজট দেখা দেয়। পুলিশকে শাহবাগ থানায় অবস্থান করতে দেখা গেছে।

এর আগে সকালে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে পূর্ব ঘোষিত ধর্মঘট শুরু করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনের খবর আসছে।
Read More News

আজ সকালে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এ সময় কালক্ষেপণ না করে অবিলম্বে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে প্রজ্ঞাপন জারির আহবান জানিয়ে স্লোগান দেয় তারা।

সকাল ১০টায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে জড়ো হয়। পরবর্তী সময়ে তাদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *