আজ মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’। সত্য কাহিনী নিয়ে লেখা উপন্যাস কলিং সেহমাত অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ১৯৭১ সালে সেহমাত নামের একজন ভারতীয় নারী বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে। সে সময় পাক-ভারত যুদ্ধে সেই সাধারণ সেহমাত হয়ে ওঠেন অসাধারণ। স্বামীর কাছ থেকে গোপনে সংগ্রহ করা তথ্য তিনি সরবরাহ করতে থাকেন ভারতীয় সেনাবাহিনীকে। আর এই সেহমাতের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।
Read More News
ছবিতে পাকিস্তানি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। প্রযোজনায় রয়েছেন ভিনেত জেইন, করণ জোহর, অপূর্ব মেহতা, হিরু যশ জোহর।