ভারতীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে হাতে কিছু একটা জড়িয়ে বসে থাকতে দেখা যায় তাকে। নেটিজেনদের একংশের মতে, হাতে নাকি মঙ্গলসূত্র জড়িয়ে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। আর এখান থেকেই শুরু হয় গুঞ্জন। বিয়ে না হলে শুধু শুধু কেন প্রিয়াঙ্কার হাতের কবজিতে মঙ্গলসূত্র দেখা যাবে বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
Read More News
তবে এবারও নেটিজেনদের তোলা প্রশ্নের জবাব না দিয়ে নিশ্চুপ রয়েছেন প্রিয়াঙ্কা। আর তাতেই বাড়তে শুরু করেছে ধোঁয়াশা। তাহলে গোপনে বিয়ে করেছেন বলেই কি চুপ হয়েছে রয়েছেন প্রিয়াঙ্কা, উঠতে শুরু করে সেই প্রশ্নও।