মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গেলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।
মঙ্গলবার সন্ধ্যায় জামিনে কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও রাতে মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যান। এছাড়া সুলতান মোহাম্মদ মনসুর, মাহামুদুর রহমান মান্না, বিদেশি একটি দূতাবাসের প্রতিনিধি গিয়েছিলেন। এ সময় তারা মহাসচিবের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
Read More News
উল্লেখ্য, গত সোমবার সকালে উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে সকাল ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। গতকাল মঙ্গলবার সকালে তার এনজিওগ্রাম হয়েছে। আজ বুধবার তিনি বাসায় ফিরেছেন।