একই পরিবারের ৯ জনকে অচেতন, মালামাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাওয়াত খাওয়ানোর নামে আলী আহাম্মদ নামে গৃহকর্তাসহ একই পরিবারের ৯ জনকে অচেতন করে মালামাল লুট করে পালিয়েছে ভাড়াটেরা।

বুধবার সকালে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।
Read More News

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফতুল্লার বেলপাড়া এলাকায় আলী আহাম্মদ নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন ওই অভিযুক্ত ব্যক্তিরা। মঙ্গলবার রাতে ওই ভাড়াটে বাড়িওয়ালার বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপর সকালে তাদের সকলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *