দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সোহেল মাহমুদকে বৃহস্পতিবার ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পাকিস্তান কূটনীতিকরা ভারতে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে ইসলামাবাদের। তবে ভারত-পাকিস্তানের ওই অভিযোগ প্রত্যাহার করেছে। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরই বরং হেনস্তা করা হচ্ছে বলে নয়াদিল্লি জানিয়েছে।
ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে বুধবার তলব করেছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে পাক কূটনীতিকরা হেনস্তার মুখে পড়ছেন বলে অভিযোগ করে প্রতিবাদ জানানো হয় জে পি সিংহের কাছে। তার পরে বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেয়া হলো হাইকমিশনারকে।
Read More News
নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি কূটনীতিকরা যাতে নিরাপদে, সুরক্ষিত ভাবে এবং আন্তরিক পরিবেশে কাজ করতে পারেন, ভারত সব সময় তার জন্য সচেষ্ট থাকে। পাকিস্তানেই বরং বরাবর হেনস্থার শিকার হয়ে আসছেন ভারতীয় কূটনীতিকরা, অভিযোগ নয়াদিল্লির। কিন্তু মিডিয়ায় হইচই করার বদলে, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা শান্তিপূর্ণ কূটনৈতিক পথে সে সবের মোকাবিলা করেন বলে দিল্লির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।