রিয়ালিটি শো ‘আনড্রেসড’,নগ্ন হয়ে দিতে হবে প্রশ্নের উত্তর!

কয়েক দিনের মধ্যেই মার্কিন মুলুকে শুরু হতে চলেছে একটি নতুন রিয়ালিটি শো । ডেটিং নির্ভর এই শো এর নিয়মে প্রথম আলাপের পরই একে অপরের পোশাক খুলে দেবেন৷ তারপর একবিছানায় শুয়ে থাকবেন আধাঘণ্টা। সেই অবস্থাতে তাদের বিভিন্ন প্রশ্ন করা হবে। ইয়েস অথবা নো বাটন প্রেস করে তারা উত্তর দেবেন৷ সেই উত্তরের ভিত্তিতেই বেছে নেয়া হবে কে জয়ী!
ডেটিং নিয়ে এই ধরনের রিয়ালিটি শো প্রথম চালু হয় ইতালিতে৷ সেখানে তুমুল জনপ্রিয় হওয়ায় এবার সেই ফর্ম্যাটই অনুসরণ করছেন মার্কিনীরা।

অবাক হচ্ছেন? চমকের তো সবে মাত্র শুরু।  এই ফর্ম্যাটেই ওই রিয়ালিটি শো ‘আনড্রেসড’ বদলে দিল ডেটিং তথা রিয়ালিটি শো-র কনসেপ্ট।

শো’র প্রযোজক ফিজ জানিয়েছেন, ‘ডেটিংয়ের এই নয়া পদ্ধতি অত্যন্ত সাহসী এবং সুন্দর৷ এই প্রতিযোগিতায় কখনও নতুন চমক থাকে, কখনও আবার অস্বস্তিকর মুহূর্তও তৈরি হয়৷’
Read More News

ইতালিতে এই ধরনের শো-তে অচেনা প্রতিযোগীরা ডেটিংয়ে কোনও আপত্তি করতেন না৷ এখন আমেরিকানরা কতটা এনজয় করেন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *