যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনায় নিহত বিমানের পাইলট আবিদ সুলতানের ফ্লাইটে তিনি নিজেও একবার চড়েছিলেন। ফেসবুকের স্মৃতির পাতা ঘেঁটে সেইছবি তিনি প্রকাশও করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে কারণে এ দুর্ঘটনার খবর তাকে অত্যন্ত মর্মাহত করেছে। কয়েক বছর আগে বাংলাদেশ সফরে এলে পাইলট আবিদের সঙ্গে দেখা হয় রুশনারা আলীর।
Read More News
দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশনারা আলী। একইসঙ্গে তিনি সমবেদনা জানিয়েছেন সকল হতাহতের পরিবারবর্গকেও।