এ বছর পবিত্র হজ পালনের জন্য আগামী ১৪ জুলাই থেকে হজ যাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম নিবন্ধন শেষে পঙ্গু হাসপাতালের চিকিৎসক শাহ জওয়াহেদ জাহান কবিরের হাতে নিবন্ধনপত্র তুলে দেন তিনি।
এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে বলে ধর্মমন্ত্রী। তিনি আরও জানান, গত বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিগুলোর মধ্যে অনিয়মের অভিযোগে ১৯৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More News
বৃহস্পতিবার উদ্বোধন হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে।