প্রিয়া প্রকাশ গত কয়েকদিন ধরে এই একটা নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে।
আপাতত অপেক্ষা তার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এর মুক্তির। যদিও সে ছবিতে প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে প্রিয়া জিতেছেন সমুদ্র হিমাচলের মন। তার পিছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে।
ভারতের ত্রিচূড়ের বিমলা কলেজে বিকম পাঠরতা প্রিয়া নাকি তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন! নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।
Read More News
এদিকে, প্রিয়ার ভক্তদের লিস্ট ক্রমে লম্বা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের নাম। স্বল্প সময়ের ক্লিপিংয়ে প্রিয়ার অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে ৬৫ বছরের বর্ষীয়ান অভিনেতা জানিয়ে দিয়েছেন, এই মেয়ে একদিন নিশ্চয়ই বড় তারকা হবে।