চীনের প্রায় ৩ লাখ সরকারি কর্মকর্তা সাজা পেল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, দুর্নীতির কারণে ২০১৫ সালে দেশটির প্রায় ৩ লাখ সরকারি কর্মকর্তাকে সাজা দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

এদের মধ্যে ২ লাখ কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম সাজা দেয়া হয়েছে।

বাকী ১ লাখ সরকারি কর্মকর্তাকে চরম সাজা দেওয়া হয়েছে।

এরই মধ্যে আগামীতে আরো ৮০ হাজার সরকারি কর্মকর্তার নাম দুর্নীতির তালিকায় রাখা হয়েছে। এদের সাজা ধারাবাহিকভাবে দেয়া হবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ক্ষমতায় এসেই দেশজুড়ে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে। চীনা রাষ্ট্রপতির অন্যতম এজেন্ডা ছিল দুর্নীতি দমন করা ।
Read More News

আর অভিযানে এসব দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের নাম একে একে উঠে আসে।

সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে বহু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও ফেঁসে গেছেন। অনেক কর্মকর্তার জেল জরিমানাও হয়েছে।

চীনের দুর্নীতি বিরোধী অভিযানে বেশিরভাগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ ছিল।

প্রতিদিন এসব কর্মকর্তার নামে পত্রিকায় সংবাদও ছাপানো হত।

চীনা সংসদের বার্ষিক অধিবেশন চলাকালে জানানো হয় যে ২০১৫ সালে প্রায় ৩ লাখ সরকারি কর্মকর্তাকে দুর্নীতির কারণে সাজা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *