নাটকীয় খেলায় ক্রিস্টাল প্যালেসকে হারায় লিভারপুল। ৪৮ মিনিটে পিছিয়ে পড়া লিভারপুল শেষ মিনিটের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। স্টপেজ টাইমে পেনাল্টি পাওয়ার আগে ১০ জনের দল নিয়ে খেলছিল লিভারপুল। এনিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ১২ খেলায় ক্রিস্টাল প্যালেস থাকলো জয়হীন। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর বিরতির পর তিন মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন জো লেডলি। এরপর খেলার ৬২ মিনিটের মাথায় জেমস মিলনার দ্বিতীয় হলুদ কার্ড দেখে যখন মাঠের বাইরে যান তখন অ্যালিান পারডিউয়ের শিষ্যরা জয়ের স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু নিয়তি যে ভিন্ন। কিন্তু মুহুর্ত বাদেই আলেক্স ম্যাকার্থির ভুলে গোল পেয়ে যান রবার্তে ফিরমিনো। সমতায় ফেরার পর জেগে ওঠে অলরেডরা। তারপরও খেলা যাচ্ছেল ড্রয়ের দিকেই। কিন্তু একেবারে শেষ মুহুর্তে বেনটেকের গোড়ালিতে ডিলেনির আঘাতে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বেনটেকে নিজেই বল জালে জড়িয়ে জয় পাইয়ে দেন দলকে। এটি ৭১৫ মিনিটি পর বেনটেকের প্রথম গোল। ২৮ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।
Read More News