আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। তা না হলে তাদের নিবন্ধনও হারিয়ে ফেলবে। রাজনৈতিক দল হিসেবে আর নিবন্ধন থাকবে না।
আজ শনিবার সকালে কুমিল্লা নগরীর শাসনগাছা রেল ওভারপাস নির্মাণকাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপিকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগের জবাবে বলেন, বিএনপিকে হুমকি-ধমকি দেওয়ার তথ্য প্রমাণ দিতে পারলে বা তথ্য-প্রমাণ নিয়ে আসলে, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিব।
বিএনপি হাওয়ার ওপর কথা বলে, তাদের হাওয়ার ওপর কথা তো আমরা বিশ্বাস করব না। তাদের তো কোনো কাজ নাই, তাদের আছে কেবল কথা। এখন কথায় মানুষের পেট ভরবে না।
Read More News
এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।