দেশ বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার। বাদ জোহর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে শান্তিনগর মসজিদে। জানাজা শেষে শাম্মী আক্তারকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে শাম্মী আক্তার ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাম্মী। এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন শাম্মী আক্তার। বর্তমানে শাম্মী আক্তারের মরদেহ তার শান্তিনগরের বাসায় রাখা হয়েছে। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Read More News