ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সঙ্গে এসেছেন তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। ভারতের সাবেক বর্ষিয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন।
রবিবার বিকাল ৪টায় তিনি জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ বিভিন্ন পদস্থ ব্যক্তিরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রণব মুখার্জি রাতে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।
১৫ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
Read More News
১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি রাউজানে সূর্য সেনের ভাস্কর্য, তোরণ ও বসতবাড়ি দেখতে চট্টগ্রাম যাবেন। এছাড়া তিনি ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায়ও অংশ নেবেন। এ সময় প্রণব মুখার্জিকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই দিন সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এক সুধী সমাবেশে বক্তৃতা করবেন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। তার সম্মানে এ অনুষ্ঠানটির আয়োজন করছেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।
১৭ জানুয়ারি বুধবার তিনি ঢাকায় ফিরে আসবেন। স্বদেশ ফেরত যাবেন ১৮ জানুয়ারি বৃহস্পতিবার।