শানচি ট্যাঙ্কারটি নয়দিন জ্বলে ডুবে গেছে

টানা নয়দিন জ্বলে ইরানের তেলের ট্যাংকারটি ডুবে গেছে। পূর্ব চীন সাগরে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর শানচি নামের ওই ট্যাঙ্কারটি ডুবে গেছে। এতে দুই বাংলাদেশি ছাড়াও ৩০ ইরানিয়ান নাবিক ছিলেন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

এর আগে চীন সতর্ক করে দিয়ে বলেছিল, শানচি নামের ওই ট্যাঙ্কারটিতে যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। সেই সঙ্গে এটি ডুবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এর মাধ্যমে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

পানামার পতাকাবাহী শানচি ট্যাঙ্কারটি ইরান থেকে তেল নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। গত শনিবার রাতে চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে একটি মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর পরই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত সংঘর্ষের আসল কারণ জানা যায়নি।
Read More News
শানচি ট্যাঙ্কারটি এক লাখ ৩৬ হাজার টন অতি হালকা অপরিশোধিত তেল বা পেট্রলিয়াম উপজাত কনডেনসেট পরিবহন করছিল। সেইসঙ্গে এতে ছিল প্রচুর পরিমাণে ভারী ও বিষাক্ত জ্বালানি। আর এসবই সাধারণ অপরিশোধিত তেলের তুলনায় অনেক বেশি বিস্ফোরক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *