প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগের ৬২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী তাদের নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এস আসাদুজ্জামান রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম ধাপে ৭৩২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হলেন ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৭৩১, বিএনপি সমর্থিত ৬১৩, জাতীয় পার্টির ১২৭, জাসদ ২৯, বিকল্পধারা বাংলাদেশ ৪, ওয়ার্কার্স পার্টি ২৩, জাতীয় পার্টি (জেপি) ১৭, বিএনএফ ৭, কমিউনিস্ট পার্টি ৪, তরিকত ফেডারেশন ১, জমিয়তে উলমায়ে ইসলাম ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২৭, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ৩, অন্যান্য ১। এর মধ্যে থেকে ৬২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Read More News
নির্বাচিতদের মধ্যে বাগেরহাটে ৩৪ জন, মাদারীপুরে ১২, ঝালকাঠিতে ৪ জন, গোপালগঞ্জ ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২ ও ভোলায় ২ জন। এ ছাড়া বরিশাল, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা ও খুলনায় ১ জন করে নির্বাচিত হয়েছেন।
ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, গত দুই দিন ধরে মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল থেকে সমন্বয় করে প্রার্থী-সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছে ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখা।
যেসব ইউপিতে বিনা ভোটে আওয়ামী লীগের ৬২ জন নির্বাচিত হয়েছেন― খুলনার তেরখাদা, গোলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি, পাটগাতী, ঝালকাঠির নলছিটির কুলকাঠি, সিদ্ধকাঠি, নাচনমইল, বাগেরহাটের সোনাইলতলা, রামপালের মালিকেরচর, পেরিখালি, চিতলমারীর বড়বাড়ীয়া, চরবানিয়ারি, চিতলমারী সদর, হিজলা, কলাতলা, শিবপুর, ফকিরহাট, সন্তোষপুর, ফকিরহাটের মুলঘর, মোল্লাহাটের আটজুরি, চুনখোলা, পাওলা, কোদালিয়া, কুলিয়া, উদয়পুর, বারৈইপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, কারাপাড়া, খানপুর, রাখালগাছি, কচুয়ার বাধাল, ধোপাখালি, গজালিয়া, কচুয়া, রাড়ীপাড়া, মোড়েলগঞ্জের পঞ্চকরণ, তেলিগাতি, ব্রাহ্মণবাড়িয়ার পাহাড়িয়া কান্দি, হুইফুল্লাকান্দি, বরগুনা সদরের বুড়িরচর, বরিশালের বানারিপাড়া উপজেলার উদয়কাঠি, ভোলা সদরের দক্ষিণ দীঘলদী, দৌলতখান উপজেলার চরখলিফা, মাদারীপুরের শিবচরের বন্দরখোলা, বহেরাতলা (উ.) বহেরাতলা (দ.), ভান্ডারিকান্দি, দত্তপাড়া, কাজিরপুর, কাঠালবাড়ি, কুতুবপুর, মাদবরেরচর, নিলখি, পাকচর, শিরুয়া, ইলমুন্সিগঞ্চর সিরাজদিখান উপজেলার জৈনসার, সাতক্ষীরা কলারোয়ার ওসোনাবাড়িয়া।
আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে।