রাস্তায় জনসমক্ষে বিয়ে করলেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি। সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। তবে উত্তেজনা যেন সীমা না ছাড়ায় সেজন্যে বিষয়টি খোলাসাও করা হয়েছে। বিয়ে হয়েছে ঠিকই, তবে তা সিনেমার সেটে।
Read More News
টাইগার এবং দিশা ইতিমধ্যে ‘বেফিকরে’ ছবিতে মিউজিক ভিডিও-তে তাদের রোমান্স দেখিয়েছেন। এবার বাঘি ছবিতে মোটেও কম যাননি তারা। এ ছবিটির মূল ব্যবস্থাপনায় আছেন সাব্বির খান। তার পরিচালিত ‘হিরোপাতি’ ছবির মাধ্যমেই অভিষেক ঘটে টাইগারের। এতে পরিচালক আহমেদ খান।