গুলিস্তান পাতাল মার্কেটে আজ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আগেই বিকেল ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More News
আগুনে একটি দোকানে মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ওই দোকানের মোবাইলের এক্সেসরিজ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাতাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্তব্যরত কর্মকর্তা এ তথ্য জানান।