সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ একতা কাপুর বলেন, আমি একটি বিষয় জানি যে আমার সন্তান চাই, কিন্তু বিয়ে নয়। আমার কাছে নিজের জন্য সময় নেই। আমি সময় পেলে স্পা যেতে চাইবো।’
এর কারণ হিসেবে ৪২ বছর বয়সী অভিনেত্রী বলেন, আমার বন্ধুরা যারা বিয়ে করেছিল, সকলেই এখন তালাকপ্রাপ্ত। ইদানিং এতো ডিভোর্স দেখতে দেখতে মনে হয়, আমার ধৈর্য অনেক বেড়ে গেছে। মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখেছি। একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করবো জানি না, তবে আমি সন্তানের মা হতে চাই।’
Read More News
একতা কে জিজ্ঞেস করা হয়েছিল তার ভাই তুষার এবং ভালো বন্ধু কারণ জোহার বাবা হয়েছেন। তখন একতা বলেন, তিনি জানেন না এটা কখন সম্ভব হবে। তবে এখন তিনি খুব ব্যস্ত।