নারীদের মাঝে এমন অনেকেই রয়েছেন, যারা নিজেদের আসল বয়স অন্যের থেকে আঁড়াল করে রাখতে চান। বিশেষ করে ৩৫ উদ্ধ নারীদের মধ্যে এই প্রবণতা বেশি। একটু কৌশলী হলে আপনি সহজেই যে কোনো নারীর আসল বয়স জেনে নিতে পারেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তেমন কিছু উপায়।
১. গল্পের ছলে জেনে নিতে হবে ওই নারী কোন সালে এসএসসি পাস করেছেন। তারপরেই হিসাব করলে আসল বয়স বের হয়ে আসবে।
২. মা-বাবার কততম বিবাহবার্ষিকী আসছে জিজ্ঞাসা করতে পারেন। তারপরে অনুমান করে নিন লুকিয়ে রাখা বয়স।
৩. এমন কোনো কথা বলুন, যাতে তাঁর ভোটার কার্ড নিয়ে আপনি কথা বলতে পারেন।
৪. ভালো চাকরির আছে তরপর তাঁর বায়ো-ডেটা চান। সহজেই বয়স জেনে যাবেন।
Read More News
৫. কোনো নারীর বয়স দেখতে ৩০-এর আশপাশে হলেন তাঁকে আপনি বলুন, ‘‘আপনাকে দেখে মনেই হয় না আপনার ৩৫ হয়ে গেছে। ’’ এই শুনে উনি নিজেই সঠিক বয়স বলে দেবেন।