ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্কের কথা সবারই জানা। তারা ইতালির মিলানে বিয়ে করতে চলেছেন। তবে আনুশকার জীবনে বিরাটই প্রথম পুরুষ নন। কয়েক বছর আগেও বলিউডে রণবীর সিং এর সঙ্গে আনুশকার সম্পর্ক ছিল।
২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা। সেই ছবির সেটেই তারা ঘনিষ্ঠ হন। পরে তারা একসঙ্গে লেডিজ ভার্সেস রিকি বহেল ছবিতেও কাজ করেন।
তাদের সম্পর্কে ভাঙন ধরার কারণ সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সঙ্গে কাজ করেন রণবীর। সেটা ভালোভাবে নেননি আনুশকা। তার মনে হয়েছিল, সোনাক্ষীর প্রতি অত্যাধিক যত্নবান হয়ে পড়েছেন রণবীর। ২০১১ সালের আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে রণবীর-আনুশকার মনোমালিন্য প্রকাশ্যে এসে যায়। সেই অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি।
Read More News
পরে শোনা যায়, আনুশকা বড় ব্যানারের ছবিতে কাজ করলেও, রণবীর তখনও বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে না পারায় হিংসা করছিলেন। তাছাড়া তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা হয় গোলিয়ো কে রসলীলা: রামলীলা ছবিতে কাজ করার সময়। এসব কারণ মিলিয়েই রণবীর-আনুশকার বিচ্ছেদ হয়।