চলতি বছরের ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা এরকম একটি গুজব রটে গিয়েছিল গণমাধ্যমে। তবে সেটা যে আর গুজব নয়, তাঁর প্রমাণ সম্প্রতি আনুশকার ইতালিযাত্রা। তবে একাই ইতালি যাননি তিনি, সঙ্গে করে নিয়েছেন তাঁদের বিয়ের প্রধান পুরোহিতকেও।
ডিসেম্বরের ১২ তারিখেই সাত পাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। ৯ ও ১০ তারিখ থেকেই শুরু হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। তাঁদের বিয়ের কথাবার্তা যে কোনো গুজব নয়, তাঁর আরেকটি প্রমাণ হচ্ছে বিরাটের ছোটবেলার ক্রিকেট গুরু সিকে নাইডুর ছুটির আবেদন। ভারতের অনূর্ধ্ব ২৩-এর দিল্লি বনাম তামিলনাড়ুর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলার আগেই ছুটি নিয়েছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ তারিখেই।
Read More News
কোহলি ও তাঁর পরিবার কাছের বন্ধুদের জন্য ইতালির মিলান শহরের জন্য বিমানের টিকেট কিনে ফেলেছেন। তাই এই তারকা জুটির বিয়ে সেখানেই হচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়।