রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে পড়ে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়েই স্বদেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ রোববার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রপতি। উখিয়ার বালুখালি ২ নং রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন রাষ্ট্রপতি।
Read More News
ত্রাণ বিতরণ শেষে রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জন্য এই রোহিঙ্গারা একটা বার্ডেন। কিন্তু মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে চুক্তির ব্যাপারে রাষ্ট্রপতি বলেন, একটা শুরু তো হলো। একটা আন্তর্জাতিক চাপও আছে। এর আগে রাষ্ট্রপতি নিবন্ধন কার্যক্রম ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।