জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বান্টি সাচদেবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়। সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি এমন গুজব ও শোনা গেছে। তবে আবারো তারা প্রেমের সম্পর্কে ফিরছেন বলে জানা গেছে।
যদিও সোনাক্ষী এখন তার অভিনয় ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। কিন্তু তার ঘনিষ্ঠজনরা এমনকি বান্টির বোনও চাইছেন সব ভুলে আবারো এ জুটি তাদের সম্পর্কে ফিরে আসুক। সোনাক্ষী ও বান্টির ঘনিষ্ঠ বন্ধুরা এ জুটিকে এক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Read More News
এর আগে সোনাক্ষী বলেছিলেন, ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো সময় নেই। আমি অনেক কাজ এবং ভালো সিনেমা করতে চাই। আমার সম্পূর্ণ ধ্যানধারণা এখন সিনেমার কাজ নিয়ে।