মরক্কোতে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৪ জন।
রোববার দেশটির ইসাউরিয়া প্রদেশের বোউলালাম শহরে এ ঘটনা ঘটে। সে সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান কয়েকশ নারীর মধ্যে খাবার বিতরণ করছিল।
Read More News
হতাহত নারীদের বেশিরভাগেরই বয়স চল্লিশের ওপরে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সাহায্যের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ মুহাম্মদ। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।