সম্প্রতি নিজের পোশাকের জন্য নেটদুনিয়ায় নিন্দার পাত্রী হতে হল দীপিকাকে।
সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন নায়িকা। তাতে অবশ্য আপত্তি নেই নেটিজেনদের। আপত্তি তারা তুলেছেন দীপিকার ব্লাউজ নিয়ে। কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট রয়েছে। এর ফলে নায়িকার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট হয়ে উঠেছে।
Read More News
কেউ কেউ একে ফ্যাশন ডিজাস্টার আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। অবশ্য অনেকে নায়িকার প্রশংসাও করেছেন। নিন্দুকদেরও একহাত নিয়েছেন তারা।