যমজ তিন বোন জেডিসি পরীক্ষায়

দিনাজপুরে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ যমজ বোন। এরা হলেন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী হবিবর রহমান ও ফাতেমা বেগমের কন্যা মোছা. হেনা আফরিন রিভা, মোছা. লেবেকা তাবাসুম লিজা ও মোছা. ফাইমা আকতার সাথী।

মা ফাতেমা বেগম জানান, হেনা আফরিন রিভা, লেবেকা তাবাসুম লিজা ও ফাইমা আকতার সাথী নামের তার তিন কন্যার জন্ম একই সঙ্গে এবং তারা এক সাথে একই ক্লাসে লেখাপড়া করে। তারা শহরের বালুবাড়ী বালিকা আলিয়া মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর নুর জাহান কামিল মাদ্রাসা কেন্দ্রে।

ফাতেমা বেগম আরো জানান, তারা লেখাপড়ায় বেশ মনযোগী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার তিন কন্যা জেডিসি পরীক্ষায় ভাল ফলাফল করবে। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ চিন্তিত।
Read More News

তিন বোন এক সঙ্গে পরীক্ষা দেওয়ায় কেন্দ্রে সহপাঠী ও শিক্ষকদের মাঝেও কৌতুহল দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *