বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় মালয়েশিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রতিনিধিরা।
আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পার্লামেন্টের তিনজন সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু।
মির্জা ফখরুল বলেন, মালয়েশিয়ার পার্লামেন্টের প্রতিনিধি সবাই চান বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তাঁরা বারবার বলেছেন, আমরা অপেক্ষা করে আছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে হস্তান্তর সেটা দেখার জন্য।
Read More News
গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। একই দিন সকালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন।