হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে সহ-অভিনেত্রী এলিসন জেনিকে চুমু খেয়ে বসলেন কেট উইন্সলেট। বেশ কিছু দিন বিরতির পর আবার পুরস্কার হাতে উঠেছে টাইটানিকের ‘রোজ’ কেটের হাতে। আর তাই উচ্ছ্বাসের প্রকাশটাও ঘটলো যেন ভিন্নভাবে।
গতকাল লস এঞ্জেলের বেভারলি হিল্টন হোটেলে বসেছিল হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১ তম আসর। আর এবারের পুরো মঞ্চই মাতিয়ে রাখলেন হলিউড কন্যারা। ‘ওয়ান্ডার হুইল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কেট উইন্সলেটের হাতে। আর তাকে পুরস্কার নেবার জন্য মঞ্চে আহবান জানান আরেক অভিনেত্রী শাইলেন উডলি।
মঞ্চে উঠেই মাইক্রোফোন হাতে কেট বলেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ শাই। তোমার সাথে একই মঞ্চে দাড়াতে পেরে আমি ধন্য’। কেট বলেন, আজকের এই মঞ্চটাই কেমন আলোকিত সব তারকা দিয়ে ভরা এমন সময় আই তনা খ্যাত অভিনেত্রী এলিসন জেনিকে উদ্দেশ্য করে কেট বলেন, জেনি তোমার সাথে আমার সেভাবে পরিচয় হয়নি কিন্তু আমি তোমার মত অভিনয় করতে চাই।
Read More News
এ কথা শুনে মঞ্চে উঠে আসেন এলিসন আর চুম্বনে জড়িয়ে ধরেন কেটকে। সব মিলে দারুণ জমে উঠেছিল এবারের আসর। ১৯৯৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের আসর।