সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভের ডাক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে আগামীকাল রোববার থেকে দেশের সব জেলা বারে মানবব্ন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
Read More News

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি বলেন, বিচার বিভাগের প্রধান কর্তাব্যক্তি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা নিজেই স্বাধীন নয়, পরাধীন। সরকার তাঁকে বলপ্রয়োগ করে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। যা বিচার বিভাগর সঙ্গে সরকারের প্রতারণা।

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দেশের সব জেলা বারে আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করবেন।

এ সময় জ্যেষ্ঠ সহ-সম্পাদক উম্মে কুলসুম রেখা, সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তিসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *