মিয়ানমারে সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আগামী ছয় মাসে ৪৩ কোটি ৪০ লাখ ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাগুলো।
আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স।
মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের শিকার হয়ে আট লাখ নয় হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিবৃতিতে রবার্ট ওয়াটকিন্স বলেন, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকিতে, তাঁদের অনেকেই ভয়ানক মানসিক আঘাত পেয়েছেন। বর্তমানে তাঁরা খুবই শোচনীয় অবস্থায় দিনাতিপাত করছেন।
Read More News
মিয়ানমার জাতিগত নির্মূলের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) বিরুদ্ধে লড়াই করছে।