গতকাল হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। উন্নত চিকিৎসার জন্য আজ বিকেল ৩টায় তাঁকে এয়ারবাসে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ওলিজা বলেন, গতকাল বিকেলে আব্বার বুকে ব্যথা শুরু হলে আমরা দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসি। এখানে ডাক্তার বলছেন, ফুসফুসে ইনফেকশন হয়েছে। আমরা উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছি।
হাসপাতালে ডিপজল এখন ভালো আছেন জানিয়ে ওলিজা বলেন, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। সবাই জানেন যে বাবা অনেক বড় মনের মানুষ ছিলেন। কোনো বিষয়ে আব্বার কাছে সাহায্য চেয়ে কেউ ফেরত যাননি। আমার বিশ্বাস, আপনারা দোয়া করলে আপনাদের দোয়াও আল্লাহ ফিরিয়ে দেবেন না।
Read More News
সম্প্রতি ডিপজল ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং শেষ করেছেন। অক্টোবরে ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া তাঁর মুক্তির অপেক্ষায় আছে ছবি ‘এক কোটি টাকা’।