রাম রহিমের আস্তানায় মাটি চাপা ৬০০ কঙ্কাল

ভারতের বিতকির্ত ধর্মগুরু রাম রহিম দুই নারী শিষ্যাকে ধর্ষণের দায়ে বর্তমানে হরিয়ানার কারাগারে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

আর ধর্ষণে ঘটনার জেরে প্রতিদিনই নতুন নতুন তথ্য বের হয়ে আসছে তার সম্পর্কে। উন্মোচিত হচ্ছে তার আস্তানার অন্ধকার অধ্যায়।

এবারে রাম রহিমের আস্তানার উচ্চ পদস্থ দুই কর্মকর্তা তদন্তকারীদের জানিয়েছেন, তার আস্তানায় মাটি চাপা অবস্থায় রয়েছে প্রায় ৬০০ কঙ্কাল। আর তা গোপন করতে উপরে লাগানো হয়েছে গাছের চারা।
Read More News

এদিকে আস্তানার আরেক সাবেক নারী ভক্ত অভিযোগ করেন, ডেরায় পাঠানোর পর ১২ বছর ধরে তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না তিনি। পানিপথের বাসিন্দা ওই নারীর দাবি, ডেরার সেবার জন্য সন্তান পাঠাতে পত্রিকায় রাম রহিম বিজ্ঞাপন দেওয়ার পর দুই মাস বয়সী সন্তানকে তিনি ডেরায় রেখে আসেন। তারপর আর কোনো খোঁজ পাননি তিনি।

রাম রহিমের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্ত করতে হরিয়ানার সিরসায় ডেরায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *