মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের মধ্যেই দেশটির কার্যত নেত্রী অং সান সু চির দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ১৪ দল এই সিদ্ধান্ত নেয়।
ওই সভায় বক্তারা জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া সু চির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে নিতে হবে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে এসেছে বাংলাদেশে। এতে বিশ্বের বৃহত্তম সৈকতের জেলা কক্সবাজারে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।
১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, মিয়ানমানের সামরিক জান্তার হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাস্তুহীন জীবনযাপন করতে হচ্ছে। তাদের অবশ্যই নিজ দেশে ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নিতে হবে। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলছেন।