পুলিশের সঙ্গে সংঘর্ষ টিকিট প্রত্যাশীদের

সংঘর্ষের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হবে।
Read More News

এই ম্যাচের টিকিট সংগ্রহের জন্য শুক্রবার থেকে মিরপুরে ওই ব্যাংকের সামনে অবস্থান নেন ক্রিকেটপ্রেমীরা। শনিবার সকাল ১০টায় টিকিট বিক্রি শুরু হয়। পর্যাপ্ত টিকিট না থাকায় চারদিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। টিকিট-প্রত্যাশীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এক পর্যায়ে টিকিট-প্রত্যাশীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

ওই ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ফাইনাল ম্যাচের টিকিট পেতে বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী শুক্রবার থেকে অবস্থান নেন। কিন্তু আমাদের কাছে মাত্র কয়েক হাজার টিকিট রয়েছে।

এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের সংঘর্ষ হয়। পরে ব্যাংক টিকিট বিক্রি বন্ধ করতে বাধ্য হয় বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আবার কখন টিকিট বিক্রি শুরু হবে তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *