বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সৃষ্ট সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা বলেন ট্রাম্প। জাতিসংঘের ৭২তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে ট্রাম্প বলেন, মিয়ানমার বিষয়ে আমরা আপনার (শেখ হাসিনা) সঙ্গে আছি।
এ সময় ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভালোই যাচ্ছে। বাংলাদেশের পাশে থাকার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাসও দেন ট্রাম্প।
Read More News
গত রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বিমানের ভেতরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত অবশ্যই সাহায্য করবে।
আগামী ২৩ ও ২৪ অক্টোবর একটি যৌথ বৈঠকে অংশ নিতে সুষমা স্বরাজ বাংলাদেশে আসবেন বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি আরো জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে সাহায্য করতে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রানডি। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর এই প্রথম এ বিষয়ে কথা বললেন ট্রাম্প।