বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাইয়ের জন্ম হয়। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এমনকি জনগণের টাকা, এতিমখানার টাকা- সে টাকাও তারা চুরি করে খায়।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে একজন মন্ত্রীর নিজের লাভের কারণে একটি মোবাইলের দাম ছিল এক লাখ ৩০ হাজার টাকা। তখন মোবাইলে কথা বলতে প্রতি মিনিটে খরচ হতো ১০ টাকা। আওয়ামী লীগ সরকার মোবাইলের দাম হাজার-বারশো টাকায় নামিয়ে এনেছে। এখন মানুষ সস্তায় কথা বলতে পারছেন।
শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য- দেশে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা। জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাচ্ছেন। তাই উত্তরবঙ্গে এখন আর কোনো মঙ্গা নেই। রাজশাহীর উন্নয়নে যা যা করা দরকার তার সবই করবে সরকার।
Read More News
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কসহ ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজশাহী নগরীর নবীগঞ্জ এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর ২৮১ দশমিক ৯১ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এতে ১৪ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা অন্য প্রকল্পগুলো হচ্ছে বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদী তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, রাজশাহী শিশু হাসপাতাল এবং দুটি আবাসিক এলাকার উন্নয়ন।
চারটি উপজেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে স্কুল ও কলেজের জন্য চারটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। সরকারি সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ এসব প্রকল্প বাস্তবায়ন করবে।