আগামী ১১ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে নিরব অভিনীত প্রথম বলিউডের ‘শয়তান’ ছবিটি। গত বছরের শেষ দিকে শুটিং হয়েছিল চিত্রনায়ক নিরবের ‘শয়তান’ নামের ছবি।
নিরব বলেন, অক্টোবরে আসবে। ভারতে প্রস্তুতি চলছে। তবে বাংলাদেশে আপাতত মুক্তি পাচ্ছে না। বিষয়টি প্রযোজকরা ভালো বলতে পারবেন। নিজ দেশে মুক্তি পেলে আরও ভালো লাগত।
Read More News
ছবিতে নিরবের বিপরীতে কাজ করেছেন তেলেগু, তামিল ও বলিউড নায়িকা কবিতা রাধে শ্যামও পাকিস্তানি শিল্পী মিরা খান। ভৌতিক ঘরানার এ ছবিটির কাজ হয়েছে ভারতের বেঙ্গালুরু ও কর্নাটকে।