বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ৫০ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কসহ প্রায় ৫০ কিলোমিটার মহাসড়কে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলগামী হাজার হাজার মানুষ।

গতকাল বুধবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ২০ কিলোমিটার ও বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার পর্যন্ত ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
Read More News

হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কের বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে সংস্কারকাজ চলায় দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *