মজহারকে ‘অপহরণের’ প্রমাণ পাওয়া যায়নি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক মন্তব্য করেছেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এই মন্তব্য করেন।

গত সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার রাতেই যশোরের নোয়াপাড়ায় খোঁজ মেলে মজহারের। পরের দিন সকালে সেখান থেকে তাঁকে ঢাকার আদাবর থানায় আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Read More News

এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণ দরকার, বলেন আইজিপি।

কাজেই সেই সময়টুক আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *